শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 09:43 pm
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রতি বছরের ন্যায় ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের উদ্যোগে শনিবার শহরের ফুলবাড়ি এলাকায় নুরুননাহার সামস্ উদ্দিন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের সাথে ইফতারে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়, ব্যবসায়ী আতিক হাসান মিল্লাত, রিজু মোল্লা, তানজির রহমান, গণমাধ্যমকর্মী ববিন রহমান, সেচ্ছাসেবী সাদিকুর রহমান প্রমুখ।
ইফতার শেষে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মো. মাহমুদুল হাসান দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।
সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতি বছর রোজায় এমন মানবিক উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে পরিমল প্রসাদ বলেন, প্রতিটি ধর্মই মানবিকতা, ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। এই সমাজে অনেকের অর্থ থাকলেও এতিম শিশুদের পাশে সবাই দাঁড়াতে পারেনা কারণ এটি সৌভাগ্য ও সৃষ্টিকর্তার আদেশেই সম্ভব। তিনি বলেন, সমাজের সকলের উচিত ধর্ম, বর্ণ, গোত্র এগুলোকে উপেক্ষা করে মানুষ হিসেবে অপর একজন মানুষের পাশে পাশে দাঁড়ানো। তিনি মাহে রমজানে সকল সামর্থ্যবান মানুষকে যাদের প্রকৃত অর্থেই সাহায্য প্রয়োজন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্বার্ত আহ্বান জানান।