শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 07:23 pm
ভূপাল চন্দ্র রায়,স্টাফ রিপোর্টার,নওগাঁঃ- নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবক মোরশেদ আলম (২৫) শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে। এ সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামে সড়কের পাশে শনিবার (৮এপ্রিল) সকালে গভীর নলকূপের নিচে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃতদেহের বিভিন্ন জায়গা বৈদ্যুতিক শকের চিহ্ন ছিল। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
মোরশেদ আলমের পিতা শামসুদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলীতে দাদার বাড়ি যাবে বলে বের হয়। দাদার বাড়ি যাওয়ায় আমরা আর কোন খোঁজখবর রাখি নি। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত ৫-৭ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মূলত বোরো মৌসুমের পর ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।