শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 12:31 pm
নীলফামারী প্রতিনিধিঃ ফুফু, চাচা এবং ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আদালতে মামলা করার অভিযোগ উঠেছে নীলফামারীর আইনজীবী বিপুলার ইসলাম সরকারের বিরুদ্ধে। তিনি নীলফামারী ডোমার উপজেলার সোনারায় বড়্গাছা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বিপুলার রহমানের এই মামলা সাজানো ও মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে মামলায় ভুক্তভোগী ১১ জন ।
মামলার তথ্য অনুযায়ী জানা যায়, বিপুলার ইসলামের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে হত্যার হুমকি দেন ১১ জন বিবাদী। পরের দিন বিবাদীগন একজোট হয়ে বাদীর বাড়ীর খুলিতে খুটি লাগাতে থাকে এবং বাদীর অনুপস্থিতিতে বসত ভিটার খুলিতে গোলাঘর ঘেরানো বাঁশের বেড়া ও পিলার খুলে বাড়ির সামনের খুলিতে টিনের বেড়া দিয়ে বাড়ির চলাচলের রাস্তায় অসুবিধা সৃষ্টি করেন। এরপর আইনজীবী বিপুলার রহমান নীলফামারী আদালতে গিয়ে ৩০.০৩.২৩ইং তারিখে ভয় দেখিয়ে হত্যার হুমকি মামলা এবং ০২.০৪.২৩ইং তারিখে বাড়ির চলাচলে বাধা সৃষ্টির মামলা দায়ের করেন।
এদিকে বিপুলারের মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তোভোগীরা । এসময় মামলার ভুক্তোভোগী মৃত লুতফর রমানের ছেলে কামরুজ্জামান (কামু) বলেন, বিপুলার সাহেব কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের নামে মামলা দায়ের করেছেন। আমরা নিরাপত্তা ওবং পরিবারের মহিলাদের পর্দা রক্ষার স্বার্থে আমাদের পৈত্রিক সম্পত্তিতে বেড়া লাগিয়েছি। কিন্তু বিপুলার আদালতকে সম্পূর্ন ভুল তথ্য দিয়ে আমাদের বিরুধে মামলা সাজিয়ে আমাদের হরানিতে ফেলেছে। আমরা মহামান্য আদালত এবং উপজেলা প্রশাসনের নিকট এর সুষ্ঠ তদন্তের মাধ্যে ন্যায় বিচার চাই।
মামলার আরেক ভুক্তোভোগী মোঃ তহিদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ আঞ্জুনা বেগম বলেন, মামলা উল্লেখ করা কোনো ঘটনায় সত্য নয়। আমার ছেলে মোঃ আরিফুর ইসলাম বাবু পড়াশোনা ও চাকুরী সুত্রে দুই মাস থেকে বাইরে অবস্থান করছেন অথচ তাকেও ঘটনার দিন বাড়িতে দেখিয়ে তার নামে মামলা দিয়েছেন। বিপুলার রহমান আইনের দাপট দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে চাকুরীচ্যুত করার হুমকি দেয়। সে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী মাধ্যমে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
মামলার বাদী বিপুলার ইসলাম সরকার অসুস্থতার কারন জানিয়ে সংবাদকর্মীদের সাথে মুঠোফোনে কথা বলতে অস্বিকৃতি জানান।
আসাদুজ্জামান চয়ন।