শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 02:31 pm
মাকছুদ আলম বগুড়া:- একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন 'বিপদে বন্ধু আমরা' এর উদ্যোগে বগুড়া শহরের কালিতলা এলাকায় মাসব্যাপী সাধারণ মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করছে সংগঠনটি। সংগঠনটির পক্ষথেকে রমজান উপলক্ষে ৫০ জনকে সেহেরি ও প্রায় ২৫০ জনের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
শনিবার বিকেলে কালিতলা বাজার এলাকায় গিয়ে দেখা যায় একদল যুবক হাতে ইফতারের প্যাকেট নিয়ে মানুষের মাঝে বিতরণ করছেন। রাস্তার পাশেই দুই সারিতে চেয়ার বিছানো। অনেক রিক্সাচালক, ছিন্নমূল মানুষ, মুসাফিররা সেই চেয়ারে ইফতারের ফল, খিচুড়ি ও হাতে শরবতের গ্লাস নিয়ে মাগরিবের আজানের অপেক্ষা করছেন। আর এই আয়োজন করেছে বিপদে বন্ধু আমরা সংগঠনটি।
বিপদে বন্ধু আমরা সংগঠনের উদ্যোক্তারা হলেন, শহরের কালিতলা এলাকার আদর রহমান, ফরহাদ নূর রিমন, আবু জাহিদ সিদ্দিক, সজল, মোঃ আরাফ সরকার, জাহিদ হাসান জনি, আপেল, সোহাগ, মাহবুব রহমান বাবলা, সাকিব শেখ সানা, হিমেল, মুন।
সংগঠনের উদ্যোক্তা আদর রহমান বলেন, রমজানের প্রথম দিন থেকে আমরা বন্ধুরা মিলে এই উদ্যোগ গ্রহন করি। আমরা সেহেরিতে ৫০ জন অসহায় মানুষকে খাবার পৌঁছে দেই। প্রতিদিন প্রায় ২৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করি। আমাদের ইফতারে সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দুস্থ, রিক্সাচালক, মুসাফির, ছিন্নমূল মানুষেরা অংশ নেয় এবং রাস্তায় চলাচলকারী যানবাহনে থাকা লোকজনদের ইফতার শরবত দেয়া হয় ইফতারের জন্য। এছাড়া মানুষের কল্যানে আমরা কাজ করি। কেউ কোন সমস্যায় পড়লে আমরা তার পাশে দাঁড়ায়।