শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 09:35 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি দোকান ও ১ টি বাড়ীর ৮ কক্ষ আগুনে পুরে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল শুক্রবার সকাল ৭ টায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের লক্ষিপুর বাজার নামক স্থানে।
গাইবান্ধা সদর,সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সকালে লক্ষিপুর হাটের একটি হোটেল রেস্তোরাঁর গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছরিয়ে পরে।আগুনে পুড়তে থাকে একের পর এক দোকান।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবুল মোতাল্লেব জানান সকাল সারে ৭ টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পৌছে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তিনি আরো জানায় সব মিলিয়ে প্রায় ৬৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।পাশাপাশি ১ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।তবে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে ও ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি।
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান মোবাইল ফোনে মানবজমিনকে জানান,খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান।জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের প্রাথমিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।