বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
21 Jul 2025 03:36 pm
![]() |
বুধবার ট্রেনে চেপে ওয়ারশে পৌঁছান তিনি। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।
জেলেনস্কির এ পোল্যান্ড যাত্রাকে অনানুষ্ঠানিক সফর হিসেবে আখ্যা দিয়েছে কিয়েভ। দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নই লক্ষ্য বলে জানানো হয়। এ দিন স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এরপর সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকির সাথে। সন্ধ্যায় যৌথ বিবৃতি দেবেন দুই নেতা। এছাড়া ব্যবসায়িক নেতাদের সাথেও আলোচনা করবেন জেলেনস্কি। বাণিজ্যিক কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে এই সফরে। জেলেনস্কির সাথে আছেন তার স্ত্রী।