বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 04:25 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। আর এই মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়।
বিকেলে পলাশবাড়ী পৌরশহরে বিশালাকৃতির এই বাঘাইড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে। এসময় উৎসুক মানুষের ভিড় জমে। এরই মধ্যে দাম হাকানো হলে প্রতিকেজি ৭০০ টাকা দরে ক্রয় করেন ভোক্তারা। যৌথভাবে মাছ কিনে নেওয়া হয় বলে জানান তারা।নাম প্রকাশ না করা শর্তে ওই জেলে (বিক্রেতা) বলেন, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ী পৌর শহরে নেওয়া হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ তার জালে আটকা পড়েছিল বলেও জানান তিনি।
পলাশবাড়ীর ক্রেতা সুমন মিয়াসহ আরও অনেকে বলেন, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। সামর্থ না থাকায় এককভাবে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে ৭০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭০০ টাকায় ক্রয় করি।