বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 01:52 am
৭১ভিশন ডেস্ক:- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লীমাতা রওশন এরশাদ এমপি প্রতিটি অগ্নিকান্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্ত্যব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজধানীর বঙ্গবাজার মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। ছোটখাটো অগ্নিকান্ডের ঘটনা তো আছেই। দুঃখজনকভাবে অগ্নিকান্ড যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে! সাম্প্রতিক সময়ে মগবাজারে আগুন, রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ড, নারায়ণগঞ্জে পোশাকশিল্পে অগ্নিকান্ড, নীলক্ষেতে অগ্নিকান্ড,
সায়েন্সল্যাব এলাকা, কড়াইল বস্তিতে এবং বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আমাদের অসতর্কতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অসচেতনতা, দায়িত্বে অবহেলার চিত্র সামনে এনেছে। এমন ভয়াবহ অগ্নিকন্ডের ঘটনায় জাতি অবাক ও হতবাক হয়েছে।
তিনি আরও বলেন অগ্নিকান্ডের ঘটনায় বিদেশে যেমন বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি সাধন হচ্ছে। অকালে তাজা প্রাণ তো ঝরেই, সহায়-সম্বল ভস্মীভূত হয়ে নিঃস্ব হয় বহু পরিবার। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দলসহ যারা একাজে অংশগ্রহণ করেছেন-সবাইকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।
বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তাদানে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।