সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 05:56 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার কাহালুতে চোরাইকৃত ৩০০ কেজি সরকারি বৈদ্যুতিক তারসহ পেশাদার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সোমবার দুপুর ১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার এরশাদ আলী (৩০), সুমন শেখ (২২), কালাম শেখ (২৪), সাব্বির শেখ (২২) ও সোহাগ শেখ (২০)।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ৫ জন সংঘবদ্ধ বিদ্যুতের তার চোর চক্রের সদস্য। রোববার দিবাগত তারা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রামের বিদ্যুতের খুঁটিতে সংযোগ বন্ধ করে দিয়ে তার কেটে জমা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় সরকারি ৩০০ কেজি এ্যালুমিনিয়াম তার জব্দ করা হয়। জব্দ হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান ওসি মামুন।
এ প্রসঙ্গে ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন, জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তীর সার্বিক দিকনির্দেশনায় অপরাধীদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে।