সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
28 Jan 2025 08:51 am
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধঃ
বগুড়ার শেরেপুরে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জানা যায় ৩ এপ্রিল সোমবার পুরিশ সুপারের নির্দেশে শেরপুর হাইওয়ে সার্জন মাসুদ রানার নের্তৃত্বে সাব ইন্সপেক্টর ফরিদুজ্জামান, এ এস আই আমিরুল, রবিউল, সুমন রেজা কর্তৃক দিবাকালীন টহল ডিউটি চলাকালীন আনুমানিক দুপুর ১২টায় উপজেলার ধুনকুন্ডি ফুড ভিলেজ রেস্টুরেন্টে এর সামনে রংপুর থেকে ঢাকা গামি হানিফ পরিবহন এর বাস (যার নং ঢাকা মেট্রো-ব-১৪-৮৩০৩) গাড়ির বাংকার হইতে একটি ট্রাভেল ব্যাগ এর ভিতর হতে ৪০ পিছ এবং কালো রঙ এর স্কুল ব্যাগ হতে ২৪ টি সহ মোট ৬৪ বোতল ফেন্সিডিল অবস্থায় জব্দ করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সার্জন মাসুদ রানা জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।