সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 06:44 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রেট্রেলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম নির্ধারণ করে তা কার্য়কর করে গত রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে। তাদের নির্ধারণ করা গ্যাস সিলিন্ডারের দাম এখনও কমানো হয়নি বগুড়ার আদমদীঘি ও সান্তাহারসহ সর্বত্র। এখানকার খুচরা বিক্রেতারা আগের দামে এক হাজার ৪শ টাকা থেকে এক জাহার ৬শ টাকা পর্যন্ত নিচ্ছেন ভোক্তা বা ক্রেতাদের নিকট থেকে। ফলে ভোক্তাদের নাভিস্বাশ অবস্থার সৃষ্টি হয়েছে ন্যায্য দাম থেকে বি ত হচ্ছেন ক্রেতা সাধারণ।
গত রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্ত তাদের দেয়া নির্দেশনা উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি ও সান্তাহারসহ সর্বত্র এএলপিজি সিলিন্ডার বিক্রেতাগন তাদের আগের দামে অথাৎ এহ হাজার ৪৪২ টাকা আবার কোন কোন বিক্রেতা এক হাজার ৬শ টাকা পর্যন্ত বিক্রি করছেন। ফলে ন্যায্য দাম থেকে বি ত হচ্ছেন ক্রেতা সাধারণ।
গ্যাস সিলিন্ডার বিক্রেতার পারভেজ জানায়, আমাদের কাছে মজুত গ্যাস সিলিন্ডার আগের দামে কেনা তাই পূর্বের দামেই বিক্রি করতে হচ্ছে। নতুন করে সরবরাহ পাওয়া গেলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে। গ্যাস সিলিন্ডার ক্রেতা হাসিবুল জানায়, গত সোমবার (৩ এপ্রিল) সকালে সে আগের দামে এক হাজার ৫শ টাকায় সিলিন্ডার কিনতে হয়েছে। অপর ক্রেতা বেনজীর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দাম বৃদ্ধি করলে সেই মুহুর্ত থেকেই বিক্রেতারা দাম বাড়িয়ে দেন। আবার সরকার দাম কমালে বিক্রেতার নানা অজুহাতে দাম কমান না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার জানান, সরকারি নির্ধারিত দামের বেশি নেয়ার কোন সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ব্যবস্থা নেয়া হবে। #