রবিবার, ০২ এপ্রিল, ২০২৩
20 Jul 2025 08:06 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধিন ট্রেনে কাটা পড়ে গোলাম রব্বানী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মেলপুর জেলার নলকা উপজেলার বারইকান্তি গ্রামের চাঁন মিয়ার ছেলে। গত শনিবার (১ এপ্রিল) সিন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তিলকপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পরদিন গতকাল রোববার মর্গে প্রেরন করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় সান্তাহার স্টেশনের উত্তর পাশে তিলকপুরের রায়নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যায় । পরে সেখান থেকে গোলাম রব্বানী নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি