রবিবার, ০২ এপ্রিল, ২০২৩
20 Jul 2025 08:17 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের আওতায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,যেমন কৃষি প্রনোদনা,বিনা মুল্যে সার বীজ বিতরনসহ কৃষি অফিসের আনুষাঙ্গিক খরচের তথ্য চেয়ে গত ৯ মার্চ ২০২৩ তথ্য অধিকার আইনে আবেদন করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
তথ্য অধিকার আইন ২০০৯ এর ক ধারা মোতাবেক তথ্যপ্রদানকারী কর্মকর্তা নির্ধারিত কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করিতে বাধ্য। কিন্ত তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু তার কার্যালয়ের সুত্র স্মারক নং ৮১৮ তাং ২৩ /০৩/২০২৩ ইং ফরম খ বিধি ৫ দ্রষ্টব্যে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে আবেদনকারীকে একটি পত্র ইস্যু করে।
পত্রে তিনি উল্লেখ করেন উক্ত তথ্য প্রদানের জন্য দক্ষ জনবল তার দপ্তরে নেই।চাহিদা মোতাবেক তথ্য প্রদান করলে তার ব্যাক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে বলে তিনি নোটিশে উল্লেখ করেছেন।
এদিকে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে তথ্য না পাওয়ায় ভুক্তভোগী সাংবাদিক সিরাজুল ইসলাম রতন বলেন তথ্য জানা ও পাওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার।
২য় দফায় নির্ধারিত কার্যদিবসের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অফিসে তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট তথ্য চাওয়া হবে। সেখানে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করা হলে সর্বশেষ একজন বিচারপতির সমন্বয়ে গঠিত তথ্য কমিশনে আবেদন করে তথ্য পাওয়ার অধিকার শতভাগ নিশ্চিত করা হবে।