শনিবার, ০১ এপ্রিল, ২০২৩
26 Nov 2024 02:48 am
ক্রিকেট খেলায় অসৎ উদ্দেশ্যে জুতার নিচের স্পাইক দিয়ে পিচ খুঁড়ে বিকৃত করা- এমন ঘটনা প্রায় নতুনই। তবে সম্প্রতি এই ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে নিজ দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দীর্ঘ ৭৪ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাতে এই কাণ্ড করেন স্যাম ফ্যানিং নামের ২২ বছর বয়সী এক ক্রিকেটার। ম্যাচের প্রথম দিনেই জুতার স্পাইক দিয়ে পিচ খুঁড়েন তিনি। পরে সেই ফায়দা কাজে লাগিয়ে ১৯৭ বলে ১২৩ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেন স্যাম ফ্যানিং। তাতে তার দলও জিতেছে শিরোপা। এই অপরাদের জন্য তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কর্তা কেড হার্ভে যেমন এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘স্যাম যে কাজ করেছে তাতে আমরা হতাশ। এই কাজ আমাদের মূল্যবোধের বিরোধী। চার ম্যাচের নিষেধাজ্ঞা তো আছেই; তাছাড়াও ক্রিকেটের মূল্যবোধ শেখানোর জন্য আমরা স্যামের সঙ্গে আলাদাভাবে বসব। আগামী দিনগুলোতে ও যেন এমন কাজ আর না করে, আমরা সেই শিক্ষাই ওকে দেব।’