শনিবার, ০১ এপ্রিল, ২০২৩
21 Jul 2025 12:02 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা দক্ষিণ পাড়া এলাকার ছাবেদ আলীর পুত্র এক সন্তানের জনক বাবু (২৫) শনিবার সকালে পাশের গ্রামের বাবলুর বাড়িতে টাইলস এর কাজকারার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে রাস্তায় তিনি মৃত্যু বরন করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানিয়রা জানান বাবু ডিস লাইনের কাজ সহ টাইলস এর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার ঘরে তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে। এ বিষয়ে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান বলেন ঘটনা টি খুবই দুঃখ জনক। নিহতের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা সেই সাথে পরিষদের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হবে।