শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
29 Nov 2024 04:41 am
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ দেশের ১২টি জেলা ও ৩৯টি উপজেলায় বৈকালিক চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (৩০ মার্চ) বৈকালিক চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপির ভার্চুয়ালী উদ্বোধনের পর সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের নিজ উপজেলা বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামূলকভাবে এ পাইলট প্রকল্পের কার্যক্রম চালু হল।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ডাঃ মোঃ মিজানুর রহমান আগত রোগীদের সেবা প্রদান ও পরামর্শ পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ন শাহিন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারসহ চিকিৎসক ও নার্স হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৮ জন রোগীকে বৈকালিক স্বাস্থ্যসেবার আওতায় নির্ধারিত ফির বিনিময়ে সবা প্রদান করার পাশাপাসি সরকারিভাবে স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে।
বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান আগৈলঝাড়া বৈকালিক চিকিৎসা সেবা প্রসঙ্গে বলেন, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক থাকায় প্রথমবারে বৈকালিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে। এ সেবা প্রদানের ফলে আগৈলঝাড়ার প্রত্যন্ত পল্লির সাধারন মানুষসহ আশপাশের লোকজন চিকিৎসার সুফল পাবেন। সেবা গ্রহনকারী কবিতা দাস (৪৭) বলেন, বৈকালিক সেবা প্রদান কার্যক্রম চালু করায় আমরা খুশি। অনেক সময় জরুরী চিকিৎসা সেবা প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালে গেলে অনেক টাকা ব্যায় হত। সরকারি হাসপাতালে এ সেবা চালু হওয়ায় আমরা কম খরচে সেবা নিতে পারছি। একই কথা জানান, সেবা গ্রহনকারী রাফিয়া (১৫) মুক্তা (১৭)।
উল্লেখ্য বৈকালিক চিকিৎসা প্রদানে ঘোষিত অধ্যাপকের ফি ৫০০ টাকা, সহযোগী অধ্যাপক বা সিনিয়র কনসালটেন্টের ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপক বা জুনিয়র কনসালটেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসকের ফি ৩০০ টাকা ও এমবিবিএস বা বিডিএস বা সমমানের ডিগ্রিধারী চিকিৎসকদের ফি ২০০ টাকা নির্ধারন করেছে সরকার।