শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
29 Nov 2024 04:50 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিকল্পিতভাবে পথরোধ করে মারপিট এবং কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউপির ছয়ঘড়িয়া মৌজার ধারাইকান্দি মোড়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভাগগরীব গ্রামের চান্দুর ছেলে ভূক্তভোগী আল-আমিন বাদী হয়ে মেহেদুল ইসলাম শুটকু, সিপাই ইসলাম, জাহিদ, আশরাফ, রিজু ও মুন্নু মাদক ব্যাবসায়ী ও সেবন কারী গংগদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন আল-আমিন তিনটি জ্যাকার মেশিন কেনার জন্য টাকা নিয়ে নয়ারহাট বাজার থেকে অটোযোগে কোচাশহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধারাইকান্দি নামক রাস্তার মোড়ে পৌঁছিলে মেহেদুল ইসলাম শুটকুরা ভুক্তভোগীর পথরোধ করে অহেতুক মারপিট করে কাছে থাকা মেশিন ক্রয়ের ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ধারালো অস্ত্রে জিম্মি করলে আত্ম-চিৎকারে অনেকেই তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়।
এ বিষয়ে আল আমিন জানান, তারা আগে থেকেই জানত আমার কাছে টাকা আছে। পরিকল্পিতভাবে তারা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে আমাকে মারপিট ও ধারালো অস্ত্রে মুখে টাকা ছিনিয়ে নিয়েছে। আমার ব্যবসায়িক টাকা দ্রুত উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।