বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
26 Aug 2025 06:12 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় ২‘শ অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্র সামগ্রী উপহার দেয়া হয়েছে। আজ বুধবার ‘অদম্য বাংলাদেশ‘ এর আয়োজনে এবং আল খায়ের এর আর্থিক সহযোগিতায় দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম প্রাঙ্গনে রমজানের এই উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম, আল খায়ের গ্রুপের কান্ট্রি এডিটর তারেক মাহমুদ সজিব, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনাসহ অন্যরা।
খাদ্র সামগ্রীর মধ্যে ছিলো ১৫কেজি চাল, ২কেজি আটা, ২কেজি তেল, ১কেজি চিনি, ১কেজি দুধ, খেজুরসহ ইফতার সামগ্রী। রমজান মাসে এই খাদ্য উপহার পেয়ে খুশি অসহায় মানুষেরা।