বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
29 Nov 2024 03:27 am
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২- ২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার শায়লা আফরোজ সেতু, উপ সহকারী কৃষি অফিসার পলাশ কুমার প্রমূখ। এদিন ১ হাজার ২০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি আউস বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি এবং ৯'শ কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।