বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
26 Aug 2025 07:47 am
![]() |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ২ যুবককে গ্রেপ্তার করে বুধবার কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ২ যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন- উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)।
ফুলবাড়ী থানা ওসি ফজলুর রহমান বলেন, পিস্তলসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন।
সাইফুর রহমান শামীম,