বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
29 Nov 2024 01:55 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম,পিপিএম) বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার নির্মাণ করে গেছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রে মানুষের জন বান্ধব দেশ হিসেবে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। তিনি আরও বলেন,আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে সেই সন্তান আপনাদের সবার মুখ উজ্জল করবে। সন্তানদের সঠিকভাবে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিলে সেই সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে। আপনার সন্তান পূর্ণ মানুষত্ব অবয়বে পরিনত হবে। গত বুধবার রাতে কাহালুর সদর ইউনিয়নের গিরাইল শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির অঙ্গনে শ্রী শ্রী রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। লীলা কীর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিরাইল হরিবাসর কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র সরকার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ঝন্টু সরকার, ডাঃ বিপ্লব, কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, কাহালু পৌরসভার কাউন্সিলর শিউলি রানী দেব, কাহালু সদর ইউপি সদস্য বেলাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কুমার প্রামানিক সহ বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।