বুধবার, ২৯ মার্চ, ২০২৩
26 Aug 2025 04:17 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে তিন কেজি গাঁজাসহ আতিকুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের জুনদহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আতিকুর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে জুনদহ বাজার এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জগামী ব্যাটারিচালিত একটি ইজিবাইকের যাত্রী আতিকুরকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।