সোমবার, ২৭ মার্চ, ২০২৩
24 Aug 2025 04:25 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দেয়া ট্যাব বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থিদের মাঝে বিতরণ করা হয়েছে।
গত রোববার (২৬ মার্চ) দুপুরে আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই ট্যাব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, আই.পি.জে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম. পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান বানু প্রমুখ।
উল্লেখ্য : আদমদীঘি ঈশ^র.পুর্ন. জয় (আইপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির মেধাবী ছাত্রী সাবরিন সিরাজ, মিথিলাসহ বিভিন্ন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনির ৩০জন মেধাবী শিক্ষার্থিদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।