রবিবার, ২৬ মার্চ, ২০২৩
27 Aug 2025 03:13 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৩ইং উপলক্ষে রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মুনসুর রহমান তানসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর জব্বার। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।