শনিবার, ২৫ মার্চ, ২০২৩
24 Aug 2025 03:48 am
![]() |
অবশেষে স্বপ্ন পূরণ স্ট্রাইকার এলিটা কিংসলের। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়ার পর লাল-সবুজের জার্সিতে অভিষেক ঘটল এই স্ট্রাইকারের। সিশেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে মাঠে নামেন এলিটা।
বাংলাদেশের স্ট্রাইকারদের পায়ে এখন চলছে গোলের খরা। অনেক প্রত্যাশা নিয়ে এলিটাকে দলে রেখেছেন হাভিয়ের কাবরেরা। তার পায়েই হয়তো আসবে নিয়মিত গোল- এমন প্রত্যাশা করছে ফুটবল প্রেমীরা।
২০২১ সালে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিক হন এলিটা। তারপর থেকেই লাল-সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকেন তিনি। অবশেষ সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো তার। এর আগে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজোনের প্রাথমিক দলে থাকলেও সেবার খেলা হয়নি তার।