শনিবার, ২৫ মার্চ, ২০২৩
13 Feb 2025 09:50 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজের গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক মিনিট নিরবতার মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, ওসি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যায় শহীদ বুদ্ধিজীবিদের শ^রণে ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করা হয়।
আবু মুত্তালিব মতি