শনিবার, ২৫ মার্চ, ২০২৩
13 Feb 2025 01:43 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ১৫ গ্রাম হেরোইনসহ মোতালেব হোসেন (৫০) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত শুক্রবার (২৪ মার্চ) রাতে মহাসড়কের পোওতা রেলগেটে বাস তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়েছে। মোতালেব হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত হরমোজ আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁ থেকে বগুড়া গামী নূর পরিবহন নামে একটি বাসে মাদক যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার সান্তাহার পোঁওতা রেলগেট এলাকায় ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেসে সিটে থাকা মোতালেব হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা গড়মিল পাওয়া যায়। এসময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১৫ গ্রাম হেরোইন জব্দসহ তাকে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি