শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
30 Nov 2024 06:34 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে নেসকোর বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ যন্ত্রাংশ চুরি ঘটনায় মামলা হয়েছে। গত রোববার (১৯ মার্চ) আদমদীঘি থানায় সান্তাহার নেসকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী আতিকুর রহমান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে কোন আাসমীর নাম উল্লেখ করা হয়নি।
গত ১৭ মার্চ আদমদীঘি উপজেলা নসরতপুর ইউপির চাটখইর এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত সড়ক ঘেঁষে নেসকোর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরেরা পোল থেকে নেমে ট্রান্সফর।র খোল ভেঙ্গে ভিতরের বিপুল পরিমান তামার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। যার মূল্য ৪ লাখ টাকা। এছাড়া একই সময় পাশের মেসার্স মরিয়ম নামের একটি ধান, হলুদ, আটা ও মরিচ ভাংঙ্গা মিল ঘরের মেইন দরজার তালা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে সাড়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায়। এসব চুরি ঘটনায় এখনও কোন আসামী গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারে তৎপরতা চলছে বলে পুলিশ জানায়।
আবু মুত্তালিব মতি