বুধবার, ২২ মার্চ, ২০২৩
28 Nov 2024 11:55 pm
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা এন, বি,আর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২৩ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। প্রধান শিক্ষক এস.এস.সি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে।
বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন।
ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন, আজ যারা বিদায় নিচ্ছো এটি বিদায় নয় এটি একধাপ এগিয়ে যাওয়ার পরিক্ষা মাত্র। এই পরিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিক্ষা। এ পরিক্ষার মাধ্যমেই আমাদের আগামী দিনে পথচলা নির্ধারিত হবে। আমরা কোন পথে চলবো।
শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি এ উপজেলায় শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন। তিনি এলাকার উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করছে। সবাই এমপি জিন্নাহ'র জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মহসিন হোসেন, সমাজ সেবক সাফিজ্জামান ছাইফুল, বিদ্যালয়ের দাতা সদস্য, মকবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি বুলু মিয়া, সদস্য আব্দুল গফুর, আনিছুর রহমান, মঞ্জুরুল আলম, জহুরুল ইসলাম, মহিলা সদস্য রেশমা বেগম, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, নাছরিন নাঈম চৌধুরী, সিনিয়র শিক্ষক, মাহমুদুল হাসান, মোজাহার হোসেন, ফরিদ উদ্দিন,ররীনা আখতার বানু, হাফিজুর রহমান, আশুতোষ সরকার, জাহেদুল ইসলাম, ইয়াছমিন আক্তার, মাসুদুর রহমান, মশিউর রহমান, আব্দুল মোত্তালিব, আশরাফুল আলম, মোস্তফা কামাল আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।