বুধবার, ২২ মার্চ, ২০২৩
28 Nov 2024 10:42 pm
৭১ভিশন ডেস্ক:- পবিত্র রমজান উপলক্ষে বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক এর উদ্যোগে সেউজগাড়ী, মালগ্রাম, রেল কলোনিসহ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ২’শ পরিবারের মাঝে সোয়াবিন তেল, ছোলা বুট, চিনি, পোলার চাউল, ডাল উপহার প্রদান করা হয়।
বুধবার দুপুরে সেউজগাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রত্যয় এর উত্তরবঙ্গ ব্যুরো প্রধান সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, জেলা যুবলীগ নেতা লিটন রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমুল হাসান শান্ত, ইঞ্জি: মোঃ সোহানুর রহমান সোহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতি বছরের ন্যায় এবারো এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক বলেন, "আমার যতটুকু সামর্থ্যও তার মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি এলাকার অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। পবিত্র রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান সহমর্মিতার ও গরিবের কষ্ট অনুভব করার এবং তাদের প্রতি সমবেদনা জানানোর মাস। রমজান মাস ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে থাকে।' রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে।