বুধবার, ২২ মার্চ, ২০২৩
31 Jul 2025 12:03 am
![]() |
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ এই ¯েøাগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধায় উপজেলার সাহেবগঞ্জ বাজারে সাজেদুর রহমান সেন্টুর স ালনায় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহিদুল ইসলাম বাবু, মামুনুর রশিদ, জিল্লুর রহমান, প্রভাষক শামসুল আলম, শিক্ষক মিলন কুমার দাস, মেছের আলী, হায়দার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমাদের এই আত্রাই উপজেলায় কোন নৈশ বিদ্যালয় ছিলো না এই প্রথম যাত্রা শুরু হলো। জেলায় একটি এ বিদ্যালয় আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা চলবো। এসময় সমাজে বৃত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নিরক্ষর বয়স্ক এবং শ্রমজীবি মানুষকে নিয়মিত বিদ্যালয়ে এসে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি হতে বলেন তিনি।