মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
22 Nov 2024 11:54 am
৭১ভিশন ডেস্ক:-এ ফ্রান্সের নতুন অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে যাওয়ার অন্যতম কৃতিত্ব এমবাপ্পের। এর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
মঙ্গলবার (২১ মার্চ) গোল ডট কমের এক খবরে বলা হয়, ২০২৪ সালের ইউরো কোয়ালিফাইয়ের আগে এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন কোচ দিদিয়ের দেশম।
ফুটবলের ২২তম আসরে শিরোপা জেতাতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। এরপরেই নতুন নেতৃত্ব খুঁজছিলেন কোচ দেশম। অবশেষে এমবাপ্পের ওপরেই সেই দায়িত্ব দেয়া হলো।
এর আগে দেশম বলেছিলেন, ‘এমবাপ্পের অধিনায়কত্ব করা ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ান আর অন্য ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের পন্থা আমি অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে যোগাযোগ করার যোগ্যতাটা থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে।