মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
21 Jul 2025 02:08 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। একই মাঠে দ্বিতীয় ম্যাচে রেকর্ড স্কোর গড়েও বৃষ্টির কারণে জেতা হয়নি টাইগারদের। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে সিরিজের ফল।
শেষ ওয়ানডের জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথম দুই ম্যাচের স্কোয়াডের আফিফ হোসেন আর শরিফুল ইসলাম নেই শেষ ওয়ানডের স্কোয়াডে। আফিফকে এরই মধ্যে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
একনজরে বাংলাদেশের স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার।