রবিবার, ১৯ মার্চ, ২০২৩
28 Nov 2024 09:47 pm
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের কারণে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও প্রতিদিনের সংবাদ কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে ভয়াবহ নির্যাতনের ঘটনার ৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন আজও জমা পড়েনি।উল্টো অভিযুক্তদের পদন্নতি সহ চাকরিতে বহাল করেছে সরকার।
গত তিন বছরে আদালতে মামলার কেস ডায়রি উপস্থাপন হয়েছে। পুলিশের পর তদন্ত ভার পিবিআই-এর ওপর স্থানান্তরিত হয়েছে। কিন্তু আদালতে প্রতিবেদন জমা পড়েনি।
তিন বছরেও নিজের ওপর হওয়া নির্যাতন ও অন্যায়ের বিচার না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নির্যাতিত সাংবাদিক আরিফ। তিনি বলেন, ‘আসামিরা ক্ষমতাশালী। এদের প্রত্যেককে ইতোমধ্যে পদায়ন করা হয়েছে। ফলে তারা বিভিন্নভাবে মামলাকে প্রভাবিত করে তদন্ত বাধাগ্রস্থ করছে। সরকারও সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচারে আন্তরিক নয়।’
তিনি আরও বলেন, ‘হাইকোর্টে রিট করার পর আদালত রুল জারি করলেও তা উপেক্ষা করে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যেককে পদায়ন করা হয়েছে। এদের পদোন্নতিও দেওয়া হয়েছে। সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় আদালতকে পাশ কাটিয়ে এসব করেছে। এটা দুঃখজনক। আইন-আদালতের প্রতি এমন অবজ্ঞা সরকারি অসাধু কর্মচারীদের অপরাধ সংঘটনে উৎসাহিত করবে।’
‘নির্যাতনের শিকার হওয়া আমি প্রথম সংবাদকর্মী নই। সুষ্ঠু বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। তাই ন্যায়বিচার প্রত্যাশা করি। যাতে দেশে আর কোনও সংবাদকর্মীকে এ ধরনের নির্যাতনের শিকার হতে না হয়।’- যোগ করেন আরিফ
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন কুড়িগ্রামের সাংবাদিক মহল।
সাইফুর রহমান শামীম,,