শনিবার, ১৮ মার্চ, ২০২৩
28 Nov 2024 06:44 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ক্বিরাত, হামদনাত ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ মার্চ) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির সালগ্রামে নওগাঁ ইসলামি জিনিয়াস মডেল মাদরাসার শিশু শিক্ষার্থীরা দিন ব্যাপি এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
গত শুক্রবার সকালে আদমদীঘি উপজেলার সালগ্রামে নওগাঁ ইসলামি জিনিয়াস মডেল মাদরাসার শিশু শিক্ষার্থীরা শিক্ষা সফর হিসাবে আসেন। অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক আলহাজ¦ গোলাম মোস্তফার সভাপতিত্বে গ্রামের বিপুল মানুষের উপস্থিতিতে মনোরম পরিবেশে ক্বিরাত ও হামদনাত প্রতিযোগীতা ও ইসলামি সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে রাতে এক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্বারী মুদ্দাসছির হোসাইন। নওগাঁ ইসলামি জিনিয়াস মডেল মাদরাসার পরিচালক ক্বারী মাওলানা আব্দুল গফুরের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: ক্বারী রহমততুল্ল্যা আল মাহমুদ। আরো বক্তব্য রাখেন ক্বারী ওবাইদুল্লাহ আল মিসবাহ, ক্বারী জুলফিকার আলী, শিক্ষক মোকছেদ আলী, শিক্ষার্থী মুর্সরাত তাবাসসুম, আদদ্বীন তাহসিন, সামিউল আলম, মারজিয়াতুল জান্নাত, ছিদরাতুল মনতাহা প্রমুখ। পরে ক্বেরাত ও হামদনাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আবু মুত্তালিব মতি