বুধবার, ১৫ মার্চ, ২০২৩
24 Nov 2024 03:13 am
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্রের মধ্যে হট্টগোলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।
বুধবার বেলা পোনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশের লাঠিচার্জ ও মারধরের শিকার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানবী, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজলুল হক মৃধা, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম সহ আরো কয়েকজন।
এদের মধ্যে মারধরে আহত জাবেদ আখতারকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিমের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।