সোমবার, ১৩ মার্চ, ২০২৩
28 Nov 2024 06:50 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২৩ইং উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিাম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার রহমান, কাহালু ইউ আর সি’র ইস্টাক্টর মো. শফিউল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম ইকবাল, আবু তাহের, সাঈদা রহমান, শাহ মো, আবু রায়হান, দীপা রানী প্রমূখ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা শেষে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এস.ডি.জি গোল্ড এর উপর শিক্ষকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।