সোমবার, ১৩ মার্চ, ২০২৩
21 Nov 2024 04:18 pm
রোববার (১২ মার্চ) ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের প্রথমার্ধের ৩২তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস আলকারাজকে বাজেভাবে ট্যাকল করেন ক্যাসেমিরো। তাতে রেফারি তাকে হলুদ কার্ড দেখায়। এরপর আবার ভিআর চেকে রেফারি তার সিদ্ধান্ত বদলে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান।
তাতে নিজের শেষ তিন প্রিমিয়ার লিগ ম্যাচে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখলেন ক্যাসেমিরো। এর আগে গত মাসের ফেব্রুয়ারিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এ মিডফিল্ডার।
এ নিয়ে মৌসুমে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখায় ম্যানইউর হয়ে পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না ক্যাসেমিরো। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না ইউরোপা লিগের ম্যাচ। তিনি খেলতে পারবেন না এফএ কাপের কোয়ার্টার ফাইনালসহ প্রিমিয়ার লিগে নিউক্যাসল, ব্রেন্টফোর্ড ও এভারটনের বিপক্ষে ম্যাচ।
এদিকে চলতি মৌসুমে ম্যানইউতে যোগ দিয়ে ৩৭ ম্যাচ খেলে ইতোমধ্যে দুইবার সরাসরি লাল কার্ড দেখলেন ক্যাসেমিরো। অথচ রিয়াল মাদ্রিদের হয়ে ৩৩৬ ম্যাচ খেলেও কখনো সরাসরি লাল কার্ড দেখেননি তিনি।
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের লাল কার্ড দেখার দিনে বাজে সময় কেটেছে ম্যানইউরও। প্রিমিয়ার লিগের তলানিতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা।