রবিবার, ১২ মার্চ, ২০২৩
22 Nov 2024 02:30 pm
ক্যালিফোর্নিয়ার মন্টেয়ারি কাউন্টির সুপারভাইজার লুইস আলেজো শনিবার এক টুইটে বলেছেন, ‘আমরা ঝড়ের পরিস্থিতি এড়াতে এবং ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার আশা করছিলাম। কিন্তু মধ্যরাতে পাজারো নদী উপচে পানি এলাকায় ঢুকে পড়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করেছে।’
তার আগে, শুক্রবার ক্যালিফোর্নিয়ার জরুরি পরিষেবা বিভাগের পরিচালক ন্যান্সি ওয়ার্ড জানিয়েছিলেন, এই ঝড়ে এরই মধ্যে দুই জনের প্রাণ গিয়েছে।
ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলো থেকে দেখা গেছে যে, ন্যাশনাল গার্ডের সদস্যরা পানির মধ্যে আটকে থাকা গাড়িগুলো থেকে যাত্রীদের উদ্ধার করছে। মন্টেয়ারির ঠিক উত্তরে সান্তা ক্রুজ কাউন্টির একটি রাস্তা পানির তোড়ে ভেসে গেছে। অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত কয়েক মাস ধরেই ধারাবাহিক ঝড়ে বিপর্যস্ত হয়ে রয়েছে ক্যালিফোর্নিয়া। সর্বশেষ ঝড়ে প্রবল বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাতও হয়েছে। শুক্রবার হওয়া ঝড়ের সময় প্রায় ২৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার একটি জরুরি নির্দেশনায় স্বাক্ষর করেছেন। যার ফলে ঝড়ে বিপর্যস্ত দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে কেন্দ্রীয় সহায়তা দেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা না থাকে।