রবিবার, ১২ মার্চ, ২০২৩
07 Apr 2025 12:15 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- তুরস্কের আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ৩৬টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে)।
শনিবার নির্বাচন সংক্রান্ত বৈঠকের পর সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান আহমেত ইয়েনের এই ঘোষণা দিয়েছেন। বৈঠকে ভোটের সময়, একটি পোলে কতজন ভোট দেবেন এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আগামী ১৪ মে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৫টায়।
নির্বাচনে অংশগ্রহণ করা ৩৬টি দলের মধ্যে পিকেকে-পন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টিও (এইচডিপি) রয়েছে।
বৃহস্পতিবার তুরস্কের সাংবিধানিক আদালত (এওয়াইএম) এইচডিপি’র জন্য রাষ্ট্রীয় তহবিলের অস্থায়ী স্থগিতাদেশ বাতিল করেছেন।
আঙ্কারা জানায়, একটি দলের সাথে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। সেটি বন্ধ করতে এই মামলার কার্যক্রম চলছে। সূত্র : ডেইলি সাবাহ