শনিবার, ১১ মার্চ, ২০২৩
31 Jul 2025 12:04 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে দিনের বেলা আলু বাজার থেকে ব্যাটারী চালিত একটি অটোচার্জার (টমটম) চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১১ মার্চ) সকাল ৭টায় আদমদীঘি সদর আলু বাজার থেকে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অটোচার্জার মালিক আনিছুর রহমান।
অটোচার্জার (টমটম) মালিক রানীনগর উপজেলার বনমালিকুড়ি গ্রামের আনিছুর রহমান জানায়, গতকাল শনিবার ভোরে তার বাড়ি থেকে আলু কেনার জন্য পাইকারসহ তার অটোচার্জার গাড়ী নিয়ে আদমদীঘি আলু বাজারে আসেন। সকাল ৭টায় অটোচার্জারটি বগুড়া-নওগাঁ মহা সড়কের আদমদীঘি আলু বাজারের দক্ষিন পাশে রেখে উত্তর পাশে আলু বাজারে পাইকারের বস্তা রেখে ৫ মিনিট পর ফিরে দেখেন তার গাড়ীটি কেবা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি কিস্তিতে ১ লাখ ৬০ হাজার টাকায় এই অটোচার্জারটি কিনেন। দরিদ্রতার কারণে এখনও কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি।