বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
23 Nov 2024 02:25 pm
আগামীকাল শুক্রবার (১০ মার্চ) দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ ভর্তি পরীক্ষা।
শুক্রবার সকাল ১০টায় দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তিচ্ছু। এছাড়া বেসরকারি ৭১ মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।