বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
16 Jan 2025 04:59 am
শাহ্আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে সাত কিশোর। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো বালিজুড়ী ইউনিয়নের আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাতজন। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের দরজার সঙ্গে রশি ঝুলে থাকতে দেখেন। স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন। টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পান।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লাজু মিয়া বলেন, ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় ছাগলের গলায় যে দড়ি ছিলো, তা সম্পূর্ণ মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি। দরজা দিয়ে বের হয়েছিল দড়ি। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে দেখেন গাড়িতে দুটি ছাগল। পতে তাদের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করা হয়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আটকদের সবার বয়স ১৬ বছরের কম। ছাগল নিয়ে তারা পিকনিক করতো।