বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
15 Jan 2025 11:29 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
উর্দ্ধমূখী সম্প্রসারণ একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়োলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মো. যোবায়ের।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আকতার খানম, আড়োলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান রুবেল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন জাসদের সভাপতি ও পাইকড় ইউ পি সদস্য আব্দুল বাছেদ, ইউ পি সদস্য নাজমা বেগম, হায়দার আলী অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যসান্য ব্যক্তিবর্গ।