বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
16 Jan 2025 05:43 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে কাহালু রেলওয়ে বটতলায় উপজেলা ক্রীড়া সংগঠনের আয়োজনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন চলাকালে বক্তব্য রখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী কামাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মানিক উদ্দিন কবিরাজ, রাজশাহী শরীর চর্চা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রতন কুমার সরকার, কাহালু উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিল্টন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ।