বুধবার, ০৮ মার্চ, ২০২৩
15 Jan 2025 05:32 am
সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় র্যাবের অভিযানে শামীম হোসেন (৩৫) নামে অভিযুক্ত যুবক গ্রেপ্তার হয়েছেন। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৫ কক্সবাজার যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি পাড়ার আফজাল হোসেনের ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রি।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, গত মাসের ২৭ ফেব্রুয়ারি বগুড়া সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যমুনা নদীতে গোসল করতে যায়। এসময় আসামি শামিম জোর করে ওই ছাত্রীকে নদীর পাশে একটি ভুট্টার জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্কুলছাত্রী বাড়িতে গিয়ে অসুস্থ হলে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে তার অভিভাবকরা জানতে পারে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৫ মার্চ শামীম হোসেনকে অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।