বুধবার, ০৮ মার্চ, ২০২৩
15 Jan 2025 05:26 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে ৮ মার্চ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গন থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর পদক্ষিণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সর্কেল জাকির হোসেন, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ইউএনএফপিএ এর জামালপুর প্রতিনিধি আতাহার আলী, উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী, পাওয়ার প্রকল্পের জেলা সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, এসডিএইচসি প্রকল্পের হিসাব রক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ। শোভাযাত্রায় সংস্থার শতাধীক কর্মী ও উপকারভোগীরা অংশ নেন।
ইউএনএফপিএ এর অর্থায়নে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পজিটিভ চেঞ্জ ইন জেন্ডার নর্মস এন্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এন্ড রেজিলেন্ট কমিউনিটস’ প্রকল্প, অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) প্রকল্প, স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় সিডস প্রকল্প, ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এপি ও এনএসভিসি প্রকল্প, বিএসআরএম এর সহূয়তায় হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর কর্মী ও উপকারভোগী সদস্যরা নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে সামনে রখে জামালপুরে উন্নয়ন সংঘের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে জামালপুর জেলার সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, বকশিগঞ্জে দিবসটি পালন করা হয়।