বুধবার, ০৮ মার্চ, ২০২৩
15 Jan 2025 05:18 am
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” শ্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, সনাকের জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিক্ষাবিদ প্রফেসর রাবেয়া খাতুন প্রমুখ। সবশেষে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় আটজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়।