মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩
23 Nov 2024 02:58 pm
পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে সৃষ্ট বিতর্কের জাবাব দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে সৃষ্ট বিতর্কের জাবাব দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি নিয়ে গণমাধ্যমের সংঙ্গে কথা বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার।
তিনি বলেন, এই ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার। ওই পাটের পাতাটিই এমন।
এর আগে ‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস পালন হয়। ওই দিন রাজধানীর বিজয় সরণী মোড়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সৌজন্যে ফেস্টুন চোখে পড়ে।
তাতে পাটজাত পণ্যের সঙ্গে রয়েছে সবুজ পাতার ছবি। সেখানে খাঁজ কাটা সবুজ পাতা দেখে পথচারীদের অনেকেই এটা পাট পাতা কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ছবিটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী গাঁজা পাতা বলে দাবি করেন।