মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩
15 Jan 2025 11:44 am
একাত্তর ভশিন ডস্কেঃ- অদ্য মঙ্গলবার (৭ মার্চ ২০২৩ খ্রি.) "ঐতিহাসিক ৭ই মার্চ" উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ায় সারাদেশের সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠানের শহিদ মিনার ও স্বাধীনতা চত্বর ৭১-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ০১ (এক) মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব এ,টি,এম মোস্তফা কামাল, অধ্যক্ষ, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া, সহঃঅধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ খালেকুজ্জামান পিপিএম, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তোজাম্মেল হকসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও
শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।